সাদা কাপড় ধবধবে সাদা রাখতে যা করতে পারেন


রঙিন পোশাক যতই সুন্দর হোক না কেন ধবধবে সাদা পোশাকের ওপর মানুষের আকর্ষণ বরাবরই বেশি। সাদা শুনলেই মনে হয় শুদ্ধতা আর পরিচ্ছন্নতার কথা।  সাদা কাপড়ে ঘাম, ময়লা, দাগ বসে যাওয়ার আগেই ধুয়ে ফেলার দেন পরামর্শ বিশেষজ্ঞরা। কয়েকটি নিয়ম পালন করলেই সাদা থাকবে একেবারে নতুনের মতো ধবধবে। চলুন জানা যাক কীভাবে-

সাদা কাপড় ধোয়ার নিয়ম

১. সাদা কাপড় ব্যবহারের পর বাতাসে শুকিয়ে নিতে হয়। কাপড়ে ঘামের দাগ পড়ে গেলে সেই দাগ উঠতে চায় না।

২. সুতির সাদা কাপড় ভেজানোর আগে ডিটারজেন্ট পানিতে গুলে নিতে হয়। কাপড়ের ওপর কখনওই সরাসরি ডিটারজেন্ট ঢেলে দেওয়া উচিত নয়। এতে কাপড়ের গুণগত মান নষ্ট হয়।

৩. অনেকে সাদা কাপড়ে নীল দিয়ে থাকেন। নীল দিলে সাদা কাপড় ধবধবে হওয়ার পরিবর্তে নীলচে হয়ে যায়। নীল দিতে চাইলে পরিমাণের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। নীল বেশি পড়লে সাদা কাপড়ের ফাঁকে ফাঁকে নীলচে ছোপ পড়ে যায়।

৪. সুতির সাদা কাপড় ডিটারজেন্টে অনেক্ষণ ভিজিয়ে রাখা যায়। কিন্তু সাদা সিল্ক, জর্জেট, শিফন, মসলিন কাপড় সূতি কাপড়ের মতো বেশিক্ষণ ভেজানো যায় না। সাদা কাপড় সবসময় কড়া রোদে শুকোতে দিতে হয়। না হলে রঙের ঔজ্জ্বল্য ফিরবে না।

​বেকিং পাউডার

১. পানির সঙ্গে বেকিং পাউডার মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। এর মধ্যে ডিটারজেন্টে ধোয়া সাদা কাপড় ভিজিয়ে ৩০ মিনিট রেখে দিন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। সাদা কাপড় ধবধবে হবে।

২. আবার এক বালতি গরম পানিতে ১ টেবিল চামচ ডিটারজেন্ট মিশিয়ে ১৫ মিনিট সাদা কাপড় ভিজিয়ে রাখুন। তারপর কাপড়টি তুলে দাগের ওপর কিছুটা বেকিং পাউডার ছিটিয়ে দিন। বেকিং পাউডার দিয়ে কিছুক্ষণ ঘষুন। ১০ মিনিট কাপড় ভিজিয়ে রাখার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সাদা কাপড়ে দাগ লাগলে উঠে যাবে।

​লেবুর রস

১. সাদা কাপড় লেবুর রস মেশানো পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার ভালো করে ঘষে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন।

২. সাদা কাপড়ে দাগ লেগে গেলে দাগের উপর লেবুর রস দিয়ে দিন। এবার ব্রাশ দিয়ে দাগের ওপর কিছুক্ষণ ঘষুন। দাগ দূর না হওয়া পর্যন্ত লেবুর রস এবং ব্রাশ দিয়ে ঘষতে থাকুন।

৩. সারা রাত লেবুর রস মেশানো পানিতে কাপড় ডুবিয়ে রাখা যায়। লেবু রসের ব্লিচিং উপাদান সাদা কাপড়কে আরও সাদা করে তোলে।

সূত্র : এই সময়।

0 comments:

Copyright © 2018 Info Bank