মোবাইল দিয়ে Dot.tk ডোমাইন
→দেখে নিন কি করে মোবাইল দিয়ে Dot.tk ডোমাইন করতে হয় ।
আজ আপনাদের সাথে শেয়ার করবো কি করে মোবাইল দিয়ে একটা dot.TK ডোমাইন রেজিস্টেশন করা যায় । তো চলুন শুরু করা যাক ।
আমি আমার নোকিয়া C1-01 জাভা ফোন এবং Opera mini 4.2 and 4.4 দিয়ে সফল হয়েছি!!
আমি Opera mini 7.0 দিয়েও ট্রই করেছিলাম কিন্তু সফল হতে পারিনি । তাই আপনার 4.2/4.4 দিয়ে ট্রাই করবেন ।
ওপারা মিনি ওপেন করুন । এবার নিচের নিয়মে যান ।
1. Go toTools » Settings » General »
Mobile View থেকে টিক চিহ্নটা তুলে দিন এবং Save করূন ।
2. Go to http://www.Dot.tk এবার ফাকা বক্সে আপনার কান্খিত ডোমাইনের নাম লিখুন ।
EX: Tipstune
এবার GO বাটনে ক্লিক করুন ।
3. এবার Use DNS এ ক্লিক করুন ।
4. 1st server box এ লিখুন ।
ns1.wapka.mobi
এবং 2nd server box এ লিখুন ।
ns2.wapka.mobi
IP নামের ঘরে কিছু লেখার দরকার নেই । ওটা ফাকা রাখুন ।
5. রেজিস্টেশন এর মেয়াদ 12 মাস করে দিন ।
6. এবার ক্যাপচার ভেতোরে দেখা শব্দগুলা টাইপ করুন ।
7.Sign up এ ক্লিক করুন ।
8. এবার পেজ লোড হবার পরে Use email to sign up এ ক্লিক করুন ।
9. এবার ফাকা বক্সে আপনার ইমেইলটা বসান ।
10. Next এ ক্লিক করুন ।
11. আপনার username এবং password লিখুন ।
12. Create Account এ ক্লিক করুন ।
13. এবার আপনি আপনার দেয়া মেইলে লগইন করুন । দেখুন Dot.tk থেকে একটা মেইল এসেছে । যদি inbox এ না পান তাহলে Spam বক্সে চেক করুন ।
এবার মেইলটা ওপেন করে দেখুন একটা লিন্ক এবং একটা কোড দিয়েছে ।
EX: TK5465465
উপরের মত একটা কোড পাবেন ওটা কোথাও লিখে রাখুন অথবা মনে রাখুন ।
এবার ওই লিন্কে ক্লিক করুন দেখূন একটা কোড বক্স এসেছে । ওখানে কোডটা দিয়ে Submit এ ক্লিক করুন ।
ব্যাস আপনার ডোমাইন এখন রেডি ।
Wapka.mobi. Go to Setting » Own Domain » Type your Domain name That you have Created .
Well done!! Your Domain is set!!
বি দ্রঃ পেজ বার বার রিলোড নিবে তাতে ভয় পাবেন না কোন সমস্যা নেই ।
SOI: টেকটিউনস
0 comments:
Post a Comment