স্মার্টফোনে আড়ি পাতলে যেভাবে বুঝবেন


বর্তমান সময়ে স্মার্টফোন ট্যাপ করাটা খুব একটা কঠিন নয়। অনেকেই ভাবছেন কীভাবে সহজে এ কাজ করতে পারে? তাদের প্রশ্নের উত্তর হলো- এ কাজের জন্য সেলফোন নেটওয়ার্ক হ্যাক করার প্রয়োজন নেই। আপনার ফোনের ভালনেরাবিলিটি বা দুর্বলতা খুঁজে বের করে সহজেই আপনার ফোনকে ট্যাপিং ডিভাইসে পরিণত করা সম্ভব।



স্মার্টফোনের ব্যবহার ক্রমেই বেড়ে চলেছে বর্তমানে স্মার্টফোন দিয়ে ঘরে বসে অনেক কাজ খুব সহজেই করা সম্ভব একটি কম্পিউটার দিয়ে যে কাজগুলো করা যায় একই কাজ একটি স্মার্টফোন দিয়েও করা যায় স্মার্টফোনের অনেক সুবিধার পাশাপাশি এর কুফলও রয়েছে স্মার্টফোন হ্যাক হওয়া, ট্যাপ করা, আড়ি পেতে কথোপকথন শোনা ইত্যাদি এখন একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে স্মার্টফোনের তথ্য বেহাত হওয়া সম্পর্কে জেনে থাকলেও আড়ি পাতার সঙ্গে পরিচিত নন অনেকেই আপনার ফোনে আড়ি পাতলে আপনি কীভাবে বুঝবেন তা জেনে নেওয়া যাক
 

সে যা-ই হোক কেউ যদি আপনার ফোনে আড়ি পেতে কথোপকথন শোনে তাহলে আপনি কীভাবে তা বুঝবেন এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরঘুর করছে। তাদের জন্য কয়েকটি কৌশল নিয়ে আলোচনা করা হলো, যা খেয়াল করলে খুব সহজেই বুঝতে পারবেন আপনার ফোন ট্যাপ করা হচ্ছে।
অস্বাভাবিক ব্যাকগ্রাউন্ড নয়েজ
অনেকেই হয়ত খেয়াল করেছেন যে, ফোনে কথা বলার সময় অস্বাভাবিক ব্যাকগ্রাউন্ড নয়েজ বা শব্দ শুনতে পাওয়া যায় অনেক সময়। আবার কখনো বিপ দেওয়ার শব্দ অনর্গল শুনতে পাওয়া যায়। এমন ঘটলে আপনি বুঝে নিবেন যে, আপনার ফোনে অন্য কেউ আড়ি পেতেছে। কথা বলার ফাঁকে আপনি কথা না বলে চুপ থাকে তখনও যদি ফোনে ওই শব্দগুলো শুনতে পান তাহলেও ধরে নিবেন, আপনি ট্যাপিং-এর শিকার হয়েছেন। আর একটি বিষয় হলো- আপনি যার সঙ্গে কথা বলছেন তার মোবাইলের নেটওয়ার্ক বার ও আপনার মোবাইলের নেটওয়ার্ক বার ফুল থাকে অথচ কথা বলার সময় তা ওয়েভের মতো কমে-বাড়ে তাহলেও বুঝে নিবেন আপনার ফোনটি ট্যাপিং এর আওতায় রয়েছে।
ব্যাটারি ব্যাকআপ লক্ষ্য করুন
অনেক সময় দেখা যায় যে, স্মার্টফোনে ব্যবহূত ব্যাটারির অবস্থা খুব ভালো, অথচ ফোনের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে! বিভিন্ন কারণে এ ঘটনাটি ঘটতে পারে। স্মার্টফোনের যান্ত্রিক ত্রুটিও এর অন্যতম কারণ হতে পারে। যদি স্মার্টফোনের যাবতীয় সঠিকভাবে কাজ করার পরও চার্জ দ্রুত শেষ হয়ে যায় তাহলে বুঝে নিবেন আপনার ফোনে কেউ আড়ি পেতেছে বা আপনি ট্যাপিং এর শিকার। আপনার ফোন কল অ্যাপের সাহায্যে তৃতীয়পক্ষের কাছে পাঠানোর সময় ফোনের ব্যাটারির চার্জ দ্বিগুণ ক্ষয় হয় আর এর জন্যই ফোন ট্যাপ করা হলে ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যেতে পারে এবং ফোন অস্বাভাবিক গরম হয়ে উঠতে পারে। তবে স্মার্টফোনে একসঙ্গে অনেক অ্যাপলিকেশন অন থাকলেও এমনটা হতে পারে।
অদ্ভুত লক্ষণ
কারো স্মার্টফোন ট্যাপ করলে অনেক সময় সে ফোনটি নিজে নিজে বন্ধ ও চালু হয়। আবার স্মার্টফোনটি অধিক পরিমাণে গরম হয়। কখনো কখনো স্মার্টফোনের ডিসপ্লের আলো আপনা আপনি জ্বলতে দেখা যায়। আপনার ফোনটি ট্যাপিং এর আওতায় কিনা তা নিশ্চিত করতে আপনার ফোনটি শাট ডাউন করুন। যদি সম্পূর্ণ ফোন শাট ডাউন হওয়ার পরেও স্ক্রীনে আলো জ্বলে থাকে বা শাট ডাউন নিতে অনেক দেরি হয় কিংবা শাট ডাউন ফেইল হয়ে যায়, তাহলে বুঝতে হবে অবশ্যই কোনো সমস্যা রয়েছে।
ফোনের বিল বেড়ে যাওয়া
ট্যাপিং এর কাজে ব্যবহূত অ্যাপগুলো স্মার্টফোনের ডাটা ব্যবহার করে থাকে। যদি আপনার ফোনে ডাটা প্ল্যান অ্যাক্টিভ করা থাকে তাহলে আপনার ফোনের ডাটা বিল বেড়ে যেতে পারে। সেল ফোনের সিম যদি পোস্ট পেইড হয় তাহলে মাসের শেষের দিকে টের পাবেন ফোনের বিল কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যদি প্রিপেইড নম্বর ব্যবহার করে থাকেন তাহলে বিল সংক্রান্ত বিষয়ে তেমন টের পাবেন না।

2 comments:

Hi Greetings!
Thanks for sharing this informative post.
Daily Bangladesh is an online news portal.To get regular updates visit https://www.daily-bangladesh.com/
Thank you.

Hi Greetings!
Thanks for sharing this informative post.
Daily Bangladesh is an online news portal.To get regular updates visit https://www.daily-bangladesh.com/
Thank you.

Copyright © 2018 Info Bank