এডিস মশা থেকে নিরাপদ থাকুন

ডেঙ্গুজ্বর এডিস এজেপ্টি জাতীয় মশাবাহিত রোগ। এডিস মশা মানুষকে কামড়ালে ভাইরসটি মানবদেহে সংক্রামিত হয়।
সাধারনত তিন দিনের অধিক একই পাত্রে বা স্থানে পানি উন্মুক্ত অবস্থায় জমা থাকলে তাতে এডিস মশার জন্ম ও বংশ বিস্তার ঘটে। বর্ষাকালে ঘন ঘন বৃষ্টির কারনে বাড়ির ছাদ, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ারে জমাকৃত পানিতে এডিস এজেপ্টি মশার বংশ বিস্তার হয়ে থাকে। 

0 comments:

Copyright © 2018 Info Bank